৩০-৪০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বড় ফ্যাক্টর হবে না: জি এম কাদের

লাঙ্গলের প্রার্থীদের পক্ষে প্রচারণার শেষ মুহূর্তের গণসংযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা সদরেছবি: প্রথম আলো

নির্বাচন পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের লাঙ্গলের প্রার্থী জি এম কাদের বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। তবে ভোটাররা কেন্দ্রে আসবেন কি না বা ভোট দিতে পারবেন কি না, আর ভোট দিলেও সঠিকভাবে গণনা হবে কি না, তা নিয়ে শঙ্কা আছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর সেনপাড়ায় পৈতৃক বাসভবন ‘স্কাই ভিউ’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছেন। জাপার কর্মী ও ভোটারদের টুকটাক বাধার সৃষ্টি করা হচ্ছে। আমরা ধারণা করছি সব ঠিক হবে। সব নির্বাচনে এ রকম কিছু একটা হয়। বড় ধরনের এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’

আরও পড়ুন

রংপুরে ভোটের পরিবেশ সম্পর্কে জি এম কাদের বলেন, এখানে এখনো ভোটের পরিবেশ ভালো আছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখার পালা। সব উপেক্ষা করে জাপার প্রার্থীরা মাঠে সরব আছেন এবং থাকবেন বলেও জানান তিনি।

জি এম কাদের বলেন, ‘দেশের সব জায়গায় জাতীয় পার্টির ফ্ল্যাগ রাখতে এবার অধিকাংশ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। ’৯০–পরবর্তী ৩০০ আসনে ফাইট করার যোগ্যতা পার্টির ছিল না। এবার তা হয়েছে। ৩০-৪০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বড় ফ্যাক্টর হবে না। আর নিজ দলের যাঁরা নির্বাচন থেকে সরে যাচ্ছেন, ভোটের পর যাচাই করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন
রংপুর–৪ আসনের লাঙ্গলের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের নির্বাচনী জনসভায় জি এম কাদের। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগাছার চন্ডিপুরে
ছবি: প্রথম আলো

পরে বেলা ২টার দিকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের লাঙ্গলের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের পক্ষে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জি এম কাদের। পীরগাছা উপজেলার চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ আয়োজন করা হয়। জি এম কাদের সবাইকে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ভোট পাহারা দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এরপর বিকেলে ৪টার দিকে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের লাঙ্গলের প্রার্থী আনিছুর রহমানের পক্ষে মিঠাপুকুর কলেজ মাঠ এবং সন্ধ্যায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের লাঙ্গলের প্রার্থী মো. নুর আলম মিয়ার পক্ষে খালাসপীর এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাপা চেয়ারম্যান। সন্ধ্যা সাতটার দিকে জি এম কাদের রংপুর শহরের সিটি বাজার এলাকায় নিজের নির্বাচনী জনসভায় যোগ দেন।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান; জেলা জাপার সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক; মহানগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর প্রমুখ।

আরও পড়ুন