আওয়ামী লীগ ডামি-মামি-স্বতন্ত্র কোনো নামে নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘এই ঝিনাইদহে নাকি গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিবে। আমি স্পষ্টভাবে বলি, আওয়ামী লীগের কোনো নেতা আগামীতে ডামি–মামি–স্বতন্ত্র কোনো নামে ঝিনাইদহে ইলেকশন করতে পারবে না। সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ ডামি–মামি–স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না। বিচারের আগে আওয়ামী লীগের কোনো নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।’

আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা শিশু একাডেমি মিলনায়তনে ‘দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় রাশেদ খান এ কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান আরও বলেন, যদি সরকার বলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে, তাহলে এক লাখ নেতা–কর্মীকে সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদ প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করবে। বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাধারণ নেতা–কর্মীদের উদ্দেশে রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ কর্মী, জাতীয় পার্টির সাধারণ কর্মীরা যদি রাজনীতি করতে চায়, তাদের আমি আহ্বান করব নতুন একটি দল খোলেন। নতুন একটি দলের ঘোষণা দেন। সেই দলের নিবন্ধন নেন। এরপরে আপনারা ইলেকশন করেন। আমাদের কোনো বাধা নাই, আপত্তি নাই। কিন্তু যারা ’১৪ সালে ডামি ইলেকশন করেছে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে; ’১৮ সালে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ডামি ইলেকশন করেছে। ভিন্নমতের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে প্রতারণা করেছে। ’২৪ সালে যারা স্বতন্ত্র–ডামি–মামি নামে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, ওই স্বতন্ত্র ডামি–মামি আওয়ামী লীগ কোনো লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা এ বি এম আশিকুর রহমান, বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রমুখ।