সিরাজগঞ্জে তালাবদ্ধ বাড়ি থেকে মা–বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার বাসার তালা ভেঙে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, গত রোববার রাত থেকে গতকাল রাতের কোনো এক সময় তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর খুনিরা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন—বারোয়ারি বটতলা এলাকার কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার (১৫)। নিহত ব্যক্তির বড় ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোয়ারি বটতলা এলাকায় নিজের তিনতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন বিকাশ সরকার। প্রথম ও দ্বিতীয় তলায় আরও পাঁচটি পরিবার ভাড়া থাকে। স্বজনেরা দুই দিন ধরে বিকাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে পারছিলেন না। পরে গতকাল রাতে বাসায় এসে বাইরে থেকে তালা দেওয়া দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল রাত তিনটার দিকে তালা ভেঙে বাসায় ঢুকে দেখা যায়, কুপিয়ে ও গলা কেটে পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে। বাসার মেঝে ও বিছানায় লাশগুলো পড়েছিল। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।