সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, ট্রেনচালকসহ আহত ৩
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেন আসার সময় বার না ফেলায় ট্রেনটির ধাক্কায় একটি ট্রাক দুমড়েমুচড়ে গেছে। এতে ট্রেনেরচালকসহ তিনজন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন চট্টগ্রামগামী ট্রেনটির যাত্রীরা। আজ বুধবার ভোরে উপজেলার তালুকদার বাড়ি মোড় এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সরিষাবাড়ী রেলস্টেশন সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনটি আজ ভোর পাঁচটার দিকে সরিষাবাড়ী উপজেলার তালুকদার বাড়ি মোড় এলাকার রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে দুমড়েমুচড়ে গেছে। এতে ট্রেনের চালক মো. সামছুল হকসহ তিনজন আহত হয়েছেন। আহত অপর দুজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে গেটম্যানকে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় জামালপুর-সরিষাবাড়ী রেলপথে সকাল সোয়া ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকটি রেললাইন থেকে সরানোর পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় কয়েকজন জানান, ওই রেলক্রসিংয়ের গেটম্যান আছেন। তবে ট্রেন আসার সময় রেলগেটের বার ফেলা হয়নি। বার ফেলা না থাকায় ট্রাকটি লাইনের ওপর উঠে যায়। আর এতেই দুর্ঘটনাটি ঘটে।
সরিষাবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটির ইঞ্জিন একরকম বিকল হয়ে গেছে। কোনো রকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে খুব ধীরে ধীরে সরিষাবাড়ী রেলস্টেশন পর্যন্ত আনা হয়েছে। ট্রেনের ইঞ্জিনটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরে সকাল ১০টা ২০ মিনিটে এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখবে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। এখনো পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।