মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আবদু শুক্কুর (৭২) নামের এক পশুচিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনার বিলবরজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে।
নিহত আবদু শুক্কুর উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার বদিউর রহমানের ছেলে। আটক দুজন হলেন মোর্শেদ আলম ও তাঁর ভাই মকছুদ আলম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার বাসিন্দা বৃদ্ধ আবদু শুকুরের সঙ্গে তাঁর পাশের এলাকার জাফর আলম ও মোর্শেদ আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার গভীর রাতে ডেইল্যাঘোনার বৃদ্ধ আবদু শুকুরের জমিতে প্রতিপক্ষের লোকজন পানের বরজ তৈরি করতে যান। খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান ও মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, বৃদ্ধ আবদু শুকুরের দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোর্শেদ আলম ও তাঁর ভাই মকছুদ আলমকে আটক করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।