সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আয় বেড়েছে, বেড়েছে ঋণও
পাঁচ বছরের ব্যবধানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খানের আয় বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে তাঁর ঋণের পরিমাণও। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, আশরাফ আলী খানের এখনকার বার্ষিক আয় ২২ লাখ ৬৮ হাজার ৪১৭ টাকা। প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া বেতন-ভাতা, ব্যবসা ও বাড়িভাড়া থেকে এই আয় হয় তাঁর। পাঁচ বছর আগে ২০১৮ সালে তাঁর বার্ষিক আয় ছিল ১৯ লাখ ৩৫ হাজার ১১৯ টাকা। ওই সময় তাঁর ঋণ ছিল ৫১ লাখ ৮২ হাজার ৬ টাকা। এখন ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ২ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকা। ব্যাংক ও ধানের ব্যাপারীর কাছে তাঁর এই দেনা।
আশরাফ আলী খান নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বর্তমান সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম নৌকার প্রার্থী হয়ে জয়ী হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়নবঞ্চিত হন। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের টানা দুবারের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি কমিটির ১ নম্বর সদস্য। ব্যক্তিজীবনে তিনি নিঃসন্তান। সাত মাস আগে তাঁর স্ত্রী কামরুন্নেচ্ছা আশরাফ মারা গেছেন। স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদের মালিক এখন তিনি। তাঁর স্ত্রী মারা যাওয়ায় কোনো সম্পদ দেখানো হয়নি।
হলফনামার তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর কাছে নগদ অর্থ আছে ২ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকে জমা আছে ৯২ লাখ ১৯ হাজার ৩৭৫ টাকা। তাঁর একটি মোটরসাইকেল, দুটি এসইউভি গাড়ি ও দুটি ট্রাক আছে। এসব গাড়ির দাম দেখানো হয়েছে ২ কোটি ৩ লাখ ৯৩ হাজার ২৭৬ টাকা। ৮ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করলেও মূল্য লেখা নেই হলফনামায়।
হলফনামায় প্রতিমন্ত্রী স্থাবর সম্পদ হিসেবে দেখিয়েছেন ১ কোটি ৩১ লাখ টাকার জমি, ৮ লাখ ৬০ হাজার ৭৭৮ টাকা মূল্যের চারতলা বাড়ি, ৬৫ লাখ টাকা মূল্যের ছয়তলা বাড়ি ও ১ লাখ টাকার খামার।