গদখালীতে রেলস্টেশন চালুসহ ৬ দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

যশোরের গদখালীতে ঢাকা–যশোর রেলপথ অবরোধ করে বিক্ষোভ। রোববার দুপুরে গদখালী রেলস্টেশন চত্বরেছবি: সংগৃহীত

যশোরের গদখালী রেলস্টেশন আবার চালু করাসহ ছয় দফা দাবিতে যশোর-ঢাকা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন গদখালীর ফুলচাষিরা। আজ রোববার দুপুরে গদখালী রেলস্টেশন চত্বরে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির আহ্বানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সদস্যরাসহ গদখালীর ফুলচাষি, ব্যবসায়ী ও এলাকাবাসী রেলস্টেশনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি আটকে দেন বিক্ষোভকারীরা।

আয়োজক সংগঠনের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, জিল্লুর রহমান, ঝিকরগাছা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুর রহমান, গদখালী বাজার কমিটির সদস্য কামাল হোসেন, গদখালী স্বজন সংঘের নির্বাহী পরিচালক সুভাষ ভক্ত, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সদস্য সেলিম রেজা প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, গদখালী রেলস্টেশনটি ব্রিটিশ আমলে নির্মিত। দেশ স্বাধীন হওয়ার পর স্টেশনটি চালু ছিল। বেনাপোল রেললাইন বন্ধ হয়ে গেলে রেলস্টেশনটি বন্ধ হয়ে যায়। পরে রেললাইন চালু হলেও গদখালী স্টেশনটি আর চালু করা হয়নি। গদখালীর ফুলচাষিরা স্টেশন চালু করে গদখালীর ফুল ট্রেনে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নিতে চান।

এ সময় ছয় দফা দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলো হলো বেনাপোল থেকে ঢাকা, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকায় দুটি করে মোট চারটি এবং খুলনা থেকে যশোর-ঈশ্বরদী-যমুনা সেতু হয়ে আরও একটি ট্রেন চালু করা; ঢাকায় অফিস ধরার মতো সময়ে যশোর থেকে ট্রেন ছাড়া; আন্তনগর ট্রেনে সুলভ বগি এবং ফুল, মাছ ও সবজিবাহী বগি (ভেন্ডার) যুক্ত করা; ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে নামানো; নিবন্ধনের বাইরেও টিকিট প্রাপ্তি নিশ্চিত করা, প্রবীণদের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়া ও জরুরি ভিত্তিতে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন স্থাপন করতে হবে।

ফুলচাষি সমিতির নেতারা বলেন, ফুলের রাজ্য হিসেবে খ্যাত গদখালীর নানা জাতের ফুল ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে যায়। দেশের চাহিদার ৭০ ভাগ ফুল এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। শীতাতপনিয়ন্ত্রিত রেলের বগি (ভেন্ডার) ফুল ও সবজি পরিবহনের জন্য বরাদ্দ দিলে গদখালী স্টেশন থেকে ফুল ও সবজি সরবরাহ করা যাবে। ফুলের রাজ্যে ফুল পরিদর্শনে হাজার হাজার দর্শনার্থী দূরদূরান্ত থেকে, বিশেষ করে খুলনা, বাগেরহাট, নড়াইল, মাদারীপুর ও গোপালগঞ্জ থেকে তাঁরা ট্রেনে যাতায়াত করতে পারবেন। বিক্ষোভের পর বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে।