‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা’র অভিযোগে রংপুরে আওয়ামী লীগের দুই নেতা আটক
রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ বলছে, তাঁরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ রয়েছে।
আটক দুই নেতা হলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও উপজেলার বেদগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া বাজার থেকে বুলবুল আহমেদকে আটক করে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ। আখতারুজ্জামানকে রাতে ১০টার দিকে বেদগাড়ী বাজার থেকে আটক করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান প্রথম আলোকে বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই দুই নেতাকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে পুরোনো কোনো মামলা নেই। তবে তাঁদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আছে।