আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী মোকতাদিরের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
সাবেক গণপূর্ত ও গৃহায়ণমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার ও ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার ‘তৌহীদি জনতার’ ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর বেলা আড়াইটার দিকে জেলা শহরের আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে তৌহীদি জনতা ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ঘোড়াপট্টি সেতু, টি এ রোড কালীবাড়ি মোড় প্রদক্ষিণ শেষে একই রাস্তায় ফিরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শেষ হয়। মিছিল থেকে ‘মোকতাদিরের ফাঁসি চাই’ বলে স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজমসহ মাদ্রাসাছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল প্রদক্ষিণের সময় সদর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলের শুরুতে বক্তারা বলেন, উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত সন্ত্রাসী। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ হয়। সে সময় মোকতাদিরের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলি ছোড়েন। এতে অনেকেই নিহত হন। এর আগে ২০১৬ সালে হামলা চালিয়ে মাদ্রাসাছাত্র হাফেজ মাসুদুর রহমানকে হত্যা করা হয়।
বক্তারা আরও বলেন, মোকতাদিরের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে। তাঁর কারণে অনেক মানুষ ২০১৬ ও ২০২১ সালে গুলিতে নিহত হন। এসব হত্যার জন্য তাঁর ফাঁসি হতে হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের জন্য তাঁর বিচার করতে হবে।