কুষ্টিয়ায় চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মারামারি, আহত ৮

কুষ্টিয়ার দৌলতপুরে সাব–রেজিস্ট্রি কার্যালয়ে চাঁদা তোলার দ্বন্দ্বে আহত এক ব্যক্তিছবি: প্রথম আলো

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে দৌলতপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে লাখ লাখ টাকা চাঁদা তোলা হতো। তখন চাঁদার অর্থ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা, কার্যালয়ের কর্মকর্তা ও দলিল লেখকেরা ভাগ-বাঁটোয়ারা করে নিতেন। সরকার পতনের পর রেজিস্ট্রার কার্যালয় দখল নেন বিএনপিপন্থীরা। তাঁরা প্রথমেই বেছে বেছে আওয়ামীপন্থী দলিল লেখকদের মারধর করে তাঁদের বের করে দেন। এরপর আগের প্রক্রিয়ায় দলিলপ্রতি চাঁদা তোলা শুরু করেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অভিযোগ, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতা-কর্মী এই চাঁদাবাদির সঙ্গে জড়িত। তাঁর বাবা দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর আলীর নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করা হচ্ছিল। তিনি ও তাঁর বাবা চাঁদাবাজির প্রতিবাদ জানান। বিষয়টি শেষ পর্যন্ত উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের পর্যন্ত গড়ায়। এরপর দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধানের নির্দেশ দেন।

সেই অনুযায়ী বুধবার সকালে দৌলতপুর উপজেলা বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে বৈঠকে বসেন উভয় পক্ষ। পরে কথা-কাটিকাটির এক পর্যায়ে রেজিস্ট্রার কার্যালয়ে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে মিলন, হিমেলসহ ২০ থেকে ২৫ জন জাফর ইকবাল ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাঁদের বেধড়ক পেটান। এ সময় আকবর আলীকে ধাক্কা দিয়ে ফেলে দেন হামলাকারীরা। এতে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল (৩২) ও তাঁর অনুসারী মাসুদ পারভেজ (২৪), কৌশিক (২০), রতনসহ (২২) কমপক্ষে আটজন আহত হন।

গুরুতর আহত জাফর ইকবাল, মাসুদ পারভেজ, কৌশিক ও রতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জাফর ইকবাল জানান, বিগত ১৭ বছর তিনি ও তাঁর বাবা আওয়ামী লীগের হামলা-মামলায় নির্যাতনের শিকার। আওয়ামী লীগের লোকদের ভয়ে উপজেলার কোথাও বিএনপি কার্যালয় চালাতে সক্ষম না হলেও তাঁর বাবা আকবর আলী উপজেলা বাজারে বিএনপির কার্যালয় টিকিয়ে রেখেছিলেন। সেই কার্যালয়েই নিজ দলের লোকদের হামলার শিকার হয়েছেন। তিনি দলীয় হাইকমান্ডের কাছে এর বিচার দাবি করেন।

হামলার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘লোকমুখে জানতে পেরেছি, যুবদল ও ছাত্রদলের মধ্যে ছোট সংঘর্ষ হয়েছে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’