ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত অন্তত ২
ঢাকার ধামরাইয়ের কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে বুধবার রাতে পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫-২০ জন। আহত ব্যক্তিদের ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুজন হলেন কারখানার কাটিং অপারেটর জাহাঙ্গীর (২৬) ও সুইং সেকশনের হেলপার নিপা (৩০)। কালামপুর এলাকার দুটি হাসপাতাল ও সংশ্লিষ্ট কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকদের বহনকারী বাস উপজেলার সানোরা ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত ১৫-২০ জনকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের মহাব্যবস্থাপনা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড পরিবারের দুজন সদস্যকে আমরা হারিয়েছি। বিষয়টি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। শ্রমিকদের ভাড়া করা বাসে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি জানার পরপরই আমাদের কর্মকর্তারা আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে গিয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন।’
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধামরাই থানা পুলিশ। ধামরাই থানার উপপরিদর্শক মো. মকবুল রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে আমরা কোনো নিহত ব্যক্তিকে পাইনি। তবে অনেকে বলেছেন, চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন পুরুষ, অন্যরা নারী। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা ও নাম–পরিচয় জানার চেষ্টা করছি। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছি।’
কারখানা–সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, কারখানার নিজস্ব পরিবহনে যাতায়াতের পাশাপাশি বেশ কিছু এলাকার শ্রমিকেরা নিজেরাই সম্মিলিতভাবে বাস ভাড়া করে কারখানায় যাতায়াত করেন। বুধবার রাত নয়টায় কারখানা ছুটির পর শ্রীরামপুর থেকে বালিয়া রোডে চলাচলের জন্য শ্রমিকদের ভাড়া করা বাসে বাসায় ফিরছিলেন শ্রমিকেরা। পরে ওই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহত শ্রমিক রিনা জানান, বাসের সব আসন ভরা ছিল। টুলেও কয়েকজন বসে ছিলেন। ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে।