ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে ৩০–৩২ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে ঘোড়াশালের দুই রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পাহারা দিচ্ছে। ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাই নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সদস্যদের ঘটনাস্থলে আসার অপেক্ষায় আছেন তারা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার সময় ওই যুবক রেললাইনে বসা ছিলেন নাকি হাঁটছিলেন, তা জানা যায়নি। ঢাকা থেকে ছেড়ে আসা কোনো একটি ট্রেন নরসিংদীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনাবশত ওই যুবক ট্রেনটির চাকায় আটকে যায়। ট্রেনটি তাঁকে প্রায় ২০ গজ টেনে নেওয়ার পর প্রাণ-আরএফএল স্কুল-সংলগ্ন স্থানে রেললাইনে ছিটকে পড়েন। এতে মাথা ও পা কেটে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ঘটনাটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানান। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ির উপপরিদর্শক নায়েবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহকে জানান। দুই ঘণ্টার বেশি সময় ধরে লাশটি সেখানে পড়ে আছে।
ঘোড়াশাল ফাঁড়ির উপপরিদর্শক নায়েবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা লাশ পাহারা দিচ্ছি। রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করবে। যতটুকু দেখা যাচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মাথা ও পা কেটেছে। সুরতহাল প্রতিবেদন করার সময় শরীরের আর কোথাও কেটেছে কি না, নিশ্চিত হওয়া যাবে।’
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, মামলার সাক্ষ্য দিতে নরসিংদীর বাইরে গিয়েছিলেন। এখনো ট্রেনে আছেন। কিছুক্ষণের মধ্যে ট্রেন থেকে নেমে লাশ উদ্ধারের জন্য ঘোড়াশালে যাবেন।