গৌরনদী পৌরসভার সাবেক মেয়রকে মারধরের পর পুলিশে সোপর্দ করল ছাত্রদল
বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আলাউদ্দিন ভূঁইয়াকে আটক করেন। এরপর তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। তাঁর ছোট ভাই সান্টু ভূঁইয়া গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি। আলাউদ্দিন ভূঁইয়া চলতি বছরের ২৬ জুন গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। তার আগে তৎকালীন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান তাঁর পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে মেয়র পদে উপনির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গত ১৯ আগস্ট দেশের সব মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করার পর আলাউদ্দিন ভূঁইয়া মেয়র পদ হারান। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আজ দুপুরে ছাত্রদলের কিছু নেতা-কর্মী বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজনকে নিয়ে একটি গাড়ি থেকে নামেন গৌরনদীর সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া। এ সময় তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের দেখে ফেরিঘাটের একটি দোকানে লুকাতে চেষ্টা করেন। এটা দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে আটকে রাখেন। পরে বাবুগঞ্জ থানায় খবর দেওয়া হলে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, উত্তেজিত জনতা গৌরনদীর সাবেক পৌর মেয়র আলাউদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেন। তাঁকে উদ্ধার করে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আলাউদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, পুলিশ সুপার কার্যালয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া আজ বিকেলে প্রথম আলোক বলেন, গৌরনদী থানায় দায়ের করা একটি মামলার আসামি আলাউদ্দিন ভূঁইয়া। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।