৬ মাসের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে ছিলেন তিনি
ফেনীর দাগনভূঞায় উপজেলা থেকে আলী হোসেন মাসুদ (৫০) নামের দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে দাগনভূঞা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
আলী হোসেন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, ২০০৮ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন তিনি। পরে আলী হোসেনকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেন পুলিশ। তবে কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে তিনি গা ঢাকা দেন। অবশেষে আলী হোসেন পুলিশের কাছে ধরা পড়েছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, ২০২২ সালের ১৫ ডিসেম্বর আলী হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। এ সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে আলী হোসেন বারবার স্থান পরিবর্তন করতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।