সখীপুরে সিরাপ মনে করে বিষপান, বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ওষুধ (সিরাপ) মনে করে ভুলবশত বিষপান করে চান মাহমুদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার তিনি বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। আজ রোববার সকাল ১০টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত চান মাহমুদ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন মৃতের ছেলে সোনা মিয়া।
সোনা মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর বাবার বয়স প্রায় ১০০ বছর। গতকাল তাঁর বাবা ভিটামিনের সিরাপ মনে করে ঘরে রাখা আগাছানাশকের বোতল থেকে চার চা-চামচ বিষপান করে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে তাঁর বড় বোন চম্পা বেগম বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ওই বৃদ্ধ একাই নিজের ওষুধ খাচ্ছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।