মতলব উত্তরে নারীকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় মামলা

মামলা
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অজ্ঞাতনামা এক নারীকে (৩৫) হত্যা করে লাশ পুড়িয়ে নালায় ফেলে রাখার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আজ রোববার সকালে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ মুক্তিরকান্দি এলাকার একটি নালা থেকে পুলিশ ওই নারীর পোড়া লাশ উদ্ধার করে।

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, ওই নারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গত বৃহস্পতিবার রাতে বা গত শুক্রবার ওই নারীকে হত্যা করে লাশ পুড়িয়ে পানিনিষ্কাশনের নালায় রেখে যায় দুর্বৃত্তরা।

মামলার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, ওই নারী হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলাটি করেন। মামলার তদন্ত চলছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি এলাকায় পানিনিষ্কাশনের একটি নালায় পুড়ে যাওয়া অজ্ঞাতনামা এক নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।