ময়মনসিংহ বিসিক শিল্পনগরীর সড়ক বেহাল, দুর্ভোগ মালিক-শ্রমিকদের
বিসিকের মোট ১ দশমিক ৬ কিলোমিটার সড়ক রয়েছে। ৭ বছর ধরে সড়কগুলো চলাচলের অনুপযোগী।
ময়মনসিংহ নগরের মাসকান্দায় অবস্থিত বিসিক শিল্পনগরীর ভেতরের সড়কগুলো বেহাল। অধিকাংশ সড়কে পিচঢালাই উঠে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত সেখানে। বৃষ্টি হলে গর্তে পানি জমে। এ অবস্থায় কারখানামালিক, শ্রমিক ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েছেন।
ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে ময়মনসিংহে বিসিক নগরী প্রতিষ্ঠিত হয়। তবে কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালে। মোট ১০৫টি প্লট বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ৯৫টি প্লটে শিল্পকারখানা পরিচালনা করছেন মালিকেরা। প্লটগুলো ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া। এখানে হালকা শিল্পের পাশাপাশি স্টিল উৎপাদনের কারখানাও রয়েছে। রয়েছে কয়েল, কীটনাশক, বেকারিসামগ্রী এমনকি মুড়ি তৈরির কারখানাও। কারখানাগুলো প্রতিদিন নিজেদের উৎপাদিত পণ্য ট্রাকে করে নানা স্থানে পাঠায়। সড়ক বেহাল থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
গত শনিবার (১২ আগস্ট) নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায়, ছোট-বড় সাতটি সড়কই বেহাল। কাদা আর পানির কারণে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর। প্রধান সড়কসহ ভেতরের সড়কগুলো ভাঙাচোরা। সড়কে কিছু দূর পরপর গর্ত। কোথাও কোথাও গর্তের মধ্যে হাঁটুসমান পানি। আবার কোথায় কাদা ছড়িয়ে আছে সড়কজুড়ে। এতে মালবাহী ট্রাক, ছোট ট্রাক, পিকআপ, টেম্পো ও ইজিবাইকগুলো হেলেদুলে চলছে।
কীটনাশক তৈরির কারখানা ড্রিমল্যান্ড অ্যাগ্রোর সামনে দেখা যায়, বড় বড় ট্রাকে পণ্য বোঝাই করা হচ্ছে। কারখানার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, অনেক বছর ধরে সড়কের এমন দশা। বিসিকের পক্ষ থেকে সড়কগুলো সংস্কার না করায় নিজেদের কারখানার সামনে তাঁরা নিজেরাই সংস্কার করে নিয়েছেন। না হলে ট্রাক ঢোকানো যায় না।
কারখানার শ্রমিক আলমগীর জাহান বলেন, প্রতিদিন অসংখ্য ট্রাক ও বিভিন্ন গাড়ি চলে। সড়কগুলো ভাঙাচোরা হওয়ায় চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ভারী বৃষ্টি হলে গর্তগুলোতে হাঁটুসমান পানি জমে থাকে। এতে অনেক সময় ছোট গাড়িগুলো চলতেই পারে না।
ওমর স্টিলের ট্রাকচালক আবদুল বারেক বলেন, ‘আমি ১৫ বছর ধরে বিসিকের বিভিন্ন কারখানার ট্রাক চালাই। অনেক বছর ধরে সড়ক খারাপ। মাঝে মাঝে কারখানার মালিকেরা সামান্য কাজ করেন।’
ইমতিয়াজ মেটাল নামের কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নসুরুদ্দিন বলেন, ‘আমরা এ ব্যাপারে একাধিকবার বিসিকের কাছে সংস্কারের দাবি জানিয়েছি। সড়ক সংস্কারসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য শিল্প মন্ত্রণালয়েও দাবি জানিয়েছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সড়কগুলো এখনো বেহাল থাকায় এখানকার কারখানার মালিকেরা দুর্ভোগে পড়েছেন।’
ময়মনসিংহ বিসিক শিল্পনগরী সূত্রে জানা যায়, বিসিকের মোট ১ দশমিক ৬ কিলোমিটার সড়ক রয়েছে। ৭ বছর ধরে সড়কগুলো চলাচলের অনুপযোগী। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। ২০১৮ সালে বিসিক একটি প্রকল্পের মাধ্যমে সড়কগুলো সংস্কার করার দরপত্র আহ্বান করে ঠিকাদার চূড়ান্ত করে। তবে ওই সময় নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার কারণে প্রকল্পটি থেমে যায়। পরে চলতি বছর আবারও সারা দেশে বিসিক শিল্পনগরীর সড়ক সংস্কারের প্রকল্প হাতে নিয়েছে।
ময়মনসিংহ বিসিক শিল্পনগরীর কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, দ্রুত সড়কগুলোর সংস্কারকাজ শুরু হবে। তবে বিসিকের সড়ক সর্বশেষ কবে সংস্কার করা হয়েছিল, তা তাঁর জানা নেই।