শরীয়তপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দুই ছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

যৌন হয়রানি
প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়ায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে ইভ টিজিংয়ের অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনের সময় ওই শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ওই শিক্ষককে ডেকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়। সন্ধ্যায় তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নড়িয়া ইউএনও কার্যালয় সূত্র জানায়, নড়িয়ার ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার উপকেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে আজ গণিত পরীক্ষা দিচ্ছিল। সেখানে দায়িত্ব পালন করছিলেন পঞ্চপল্লী গুরু রাম উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক। মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দুজন ছাত্রী ইভ টিজিংয়ের শিকার হয়েছে—এমন অভিযোগ আনে ওই শিক্ষকের বিরুদ্ধে। তারা ইউএনওর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে।

পরে ইউএনও কার্যালয়ে বিকেল সাড়ে চারটার দিকে ওই শিক্ষককে ডেকে নেওয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইভ টিজিংয়ের মামলায় তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর পুলিশ ওই শিক্ষককে শরীয়তপুর জেলা কারাগারে পাঠায়।

তবে নাম প্রকাশ না করার শর্তে পঞ্চপল্লী গুরু রাম উচ্চবিদ্যালয়ের অপর একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আজ গণিত পরীক্ষা ছিল। পরীক্ষার দায়িত্ব পালন শেষে অভিযুক্ত ওই শিক্ষক বিদ্যালয়ে এসে পাঠদান করছিলেন। বিকেলের দিকে তাঁকে ইউএনও কার্যালয়ে ডেকে নেওয়া হয়। খবর পেয়ে আমরা সেখানে যাই। ততক্ষণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ওই কক্ষে আরেকজন শিক্ষক দায়িত্ব পালন করছিলেন। তাঁকে ঘটনা সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন, এমন কিছু তিনি দেখেননি। কেন এমন হলো, তা আমরাও বুঝতে পারছি না।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ইভ টিজিংয়ের অভিযোগে যে শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে, সন্ধ্যায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নড়িয়ার ইউএনও আমিনুল ইসলাম বুলবুল প্রথম আলোকে বলেন, ‘এসএসসি পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী তাদের ইভ টিজিং করার লিখিত অভিযোগ দিয়েছে একজন শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার কার্যালয়ে বসে এ আদেশ দেওয়া হয়েছে।’