রাঙামাটিতে চায়ের দোকানে ঢুকে গুলি করে ইউপিডিএফ নেতাকে হত্যা
রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে সুবাহ চাকমা (৪৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের বড়পুল এলাকার রাঙীপাড়ার একটি চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
নিহত সুবাহ চাকমা ইউপিডিএফের রাঙীপাড়ার সংগঠক। তিনি উপজেলার এগারেল ছড়া গ্রামের বিরাজ মোহন চাকমার ছেলে। তবে সাংগঠনিক কাজে সুবাহ চাকমা কয়েক দিন ধরে রাঙীপাড়া গ্রামে থাকতেন।
ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়ক শান্তিদেব চাকমা বলেন, ‘সুবাহ আমাদের সক্রিয় সংগঠক। সংগঠনের কাজে কয়েক দিন ধরে সুবাহ সেখানে অবস্থান করছিলেন।’
পুলিশ ও স্থানীয় দুজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে সুবাহ চাকমা রাঙীপাড়ার একটি দোকানে চা পান করতে যান। সাড়ে ৯টার দিকে চার থেকে পাঁচজন অস্ত্রধারী ব্যক্তি দোকানটি ঘেরাও করেন। এর মধ্যে অস্ত্রধারী এক ব্যক্তি এগিয়ে এসে সুবাহ চাকমাকে গুলি করে পালিয়ে যান। এতে সুবাহ চাকমা ঘটনাস্থলে মারা যান।
জানতে চাইলে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুজন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘একজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’