জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মিনফুজুর রহমান কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন। এ সময় মোটরসাইকেলের বহরের সামনে একটি সাদা রঙের হুড খোলা ল্যান্ডক্রুজার গাড়িতে মিনফুজুর রহমান হাত নাড়িয়ে লোকজনকে শুভেচ্ছা জানান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও হাত নাড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ রোববার বেলা আড়াইটায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার বালাইট মোড় থেকে ওই মোটরসাইকেল মহড়া বের হয়ে পুরো উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এই মহড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক ও উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
মিনফুজুর রহমান কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০০৯ সাল থেকে টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে রয়েছেন। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনেও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার মিনফুজুর রহমানের এই মোটরসাইকেল মহড়ার কথা আগাম প্রচার করা হয়েছিল। রোববার দুপুর ১২টা থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নের দলীয় নেতা-কর্মী-সমর্থক ও জনপ্রতিনিধিরা মোটরসাইকেলের বহর নিয়ে কালাই পৌর শহরের পুলিশ প্লাজার সামনে জড়ো হতে শুরু করেন। বেলা দুইটার মধ্যে পুলিশ প্লাজা পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল বিস্তৃত হয়। এ সময় মিনফুজুর সাদা রঙের হুড খোলা ল্যান্ডক্রুজার গাড়ি নিয়ে পুলিশ প্লাজার সামনে আসেন।
আড়াইটার দিকে পুলিশ প্লাজার সামনে থেকে মোটরসাইকেলের ওই মহড়া শুরু হয়। মিনফুজুর রহমানের হুডখোলা গাড়ি মহড়ার সামনে ছিল। মিনফুজুর রহমান হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পৌর শহরের সড়কের দুই পাশে দাঁড়িয়ে লোকজনও হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। বালাইট মোড় থেকে কালাই পৌর শহরের পাঁচশিরা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করতে ৩৫ মিনিট সময় লাগে। এ সময় সড়কের দুই পাশে কিছু যানবাহন ১০ মিনিট আটকে ছিল। এ সময় যানবাহনের চালক ও পথচারীদের করতালি দিয়ে মোটরসাইকেল মহড়াকে স্বাগত জানাতে দেখা যায়।
কালাই পৌর শহরের বাসিন্দা শাহারুল ইসলাম বলেন, মিনফুজুর রহমান খুব জনপ্রিয়। আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজকে তিনি প্রায় সাড়ে পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন। কালাই উপজেলায় এর আগে কখনো এত বড় মহড়া হয়নি।
মোটরসাইকেল মহড়ায় অংশ নেওয়া জিন্দারপুর ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়ন থেকে প্রায় ৮০০ মোটরসাইকেল এসেছে। মিনফুজুর রহমানের জনপ্রিয়তা আকাশচুম্বী। আমরা সবাই চেয়ারম্যানের ভালোবাসার টানে মহড়ায় এসেছি।’
ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল মহড়ার কারণে ১০ মিনিটের মতো পাঁচশিরা মোড়ে আটকে ছিলাম। এতে কোনো অসুবিধা হয়নি। আমরাও মোটরসাইকেল মহড়াকে স্বাগত জানিয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে মিনফুজুর রহমান বলেন, ‘আমি টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান। সব সময় লোকজনের পাশে ছিলাম ও ভবিষ্যতেও থাকব। আমাকে লোকজন কত ভালোবাসেন, তার প্রমাণ আজকে পেয়েছি।’