বান্দরবানে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে অপহরণ করল কেএনএ

অপহরণ
প্রতীকী ছবি

বান্দরবানের রুমায় নির্মাণাধীন বগালেক-কেওক্রাডাং-ধুপপানিছড়া সড়ক থেকে আনোয়ার হোসেন নামের অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্টকে অপহরণের খবর পাওয়া গেছে। কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখা কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) অপহরণের কথা স্বীকার করে আজ শুক্রবার বেলা একটার দিকে তাঁদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে।

কেএনএর ‘ভা-তে কুকি’ নামে ফেসবুক পেজে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ছবি দিয়ে বলা হয়, ‘কম্বিং অপারেশনে আটক ব্যক্তিদের কারাগার থেকে ছেড়ে না দিলে আনোয়ারকেও ছেড়ে দেওয়া হবে না।’

এদিকে সেনা সার্জেন্টের সঙ্গে অপহৃত দুই ট্রাকচালককে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তাঁরা এখনো পৌঁছাননি বলে বেলা সাড়ে তিনটার দিকে জানিয়েছেন রুমা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

তিনি বলেন, অপহৃত চালকদের মধ্যে একজনের নাম মামুন। অন্যজনের নাম জানা যায়নি। তবে মুক্তি পাওয়ার পর তাঁরা ফোন করেছেন বলে তিনি জানান।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার নির্মাণাধীন সড়কে ঠিকাদারির কাজ করার সময় পাসিংপাড়া ও সুংসংপাড়ার মাঝামাঝি এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ারসহ মোট ছয়জনকে তুলে নিয়ে যান কেএনএর সদস্যরা। তাঁদের মধ্যে গতকাল বৃহস্পতিবার তিনজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আনোয়ার ও দুই ট্রাকচালককে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল। আজ সকালে দুই ট্রাকচালককে ছেড়ে দেওয়া হলেও ঠিকাদারির কাজে নিয়োজিত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে ছেড়ে দেওয়া হয়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন, অপহৃত সেনা সার্জেন্টের নাম আনোয়ার হোসেন। তিনি নির্মাণাধীন সড়কে ঠিকাদারির কাজ করেন। দুজন গাড়িচালকের নাম জানা যায়নি। অবসরপ্রাপ্ত সার্জেন্টকে উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন

ঘটনাস্থলটি রুমা উপজেলা সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে রেমাক্রিপ্রাংসা ইউনিয়নে। রেমাক্রিপ্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াত্লুং বম জিরা বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ কয়েকজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু ওই এলাকায় মুঠোফোনের যোগাযোগ না থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না

মুক্তিপণের বিনিময়ে ট্রাকচালকদের ছেড়ে দেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে কেউ কোনো মন্তব্য করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রুমার একজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, সড়কে ঠিকাদারির কাজে নিয়োজিত ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী পরিবহনের শ্রমিক ও নির্মাণশ্রমিকদের ধরে নিয়ে গেছে। টাকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

১১ মার্চ কেএনএফ বা কেএনএ নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কের ২২ কিলোমিটারের তামলাওপাড়া এলাকা থেকে বেশ কয়েকজন ট্রাকচালক ও নির্মাণশ্রমিককে অপহরণ করা হয়েছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন এক ট্রাকচালক। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ১২ মার্চ রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণ করা হলে একজন মাস্টার ওয়ারেন্ট অফিসার নিহত ও দুজন সৈনিক আহত হয়েছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।