কালিহাতীতে সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সমাবেশের আড়ালে মহড়া
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন কে পাবেন, তা নিয়ে চলছে আলোচনা-গুঞ্জন। এর মধ্যে এই আসনের সংসদ সদস্য (এমপি) ও এক মনোনয়নপ্রত্যাশী আজ মঙ্গলবার একই দিনে একই সময়ে মহড়া দিয়েছেন। দুজনেই বড় সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন–দৌড়ে নিজেদের শক্তি প্রদর্শন করলেন বলে মনে করছেন স্থানীয় রাজনীতিকেরা।
এমপি হাসান ইমাম খান আজ বিকেল চারটার দিকে শান্তি সমাবেশ করেছেন উপজেলা সদরে। একই সময় উপজেলার এলেঙ্গাতে শান্তি শোভাযাত্রা করেছেন এমপি পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী আবু নাসের।
এই আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। ২০১৪ সালে হজ ও তাবলিগ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে দল ও মন্ত্রিসভা থেকে তিনি বহিষ্কৃত হন। পরে সংসদ থেকে পদত্যাগ করেন। শূন্য আসনের উপনির্বাচনে হাসান ইমাম খান দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে হাসান ইমাম আবারও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন।
এই দুই মনোনয়নপ্রত্যাশীর সঙ্গেই দেখা যায়নি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে।
তবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই হাসান ইমামের সঙ্গে দলের শীর্ষ নেতাদের দূরত্বের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য মাঠে নেমেছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবু নাসের। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারও মনোনয়নপ্রত্যাশী।
স্থানীয়রা জানান, হাসান ইমাম খান ও আবু নাসের বিভিন্ন এলাকায় প্রতিদিন সমাবেশ, উঠান বৈঠকসহ নানাভাবে গণসংযোগ করছেন। নিজেদের শক্তি প্রদর্শনের জন্য তাঁরা আজ একই দিন সমাবেশ আয়োজন করেছিলেন।
কালিহাতীর আর এস পাইলট হাইস্কুল মাঠে পৌর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য হাসান ইমাম খান। পৌর আওয়ামী লীগের সভাপতি মালেক তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শরীফ হাজারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা যোগ দেন।
সমাবেশে হাসান ইমাম খান বলেন,উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি এবারও এ আসনে দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এলেঙ্গা হাইস্কুল মাঠে আবু নাসেরের শান্তি শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাঁর কর্মী-সমর্থকেরা সমবেত হন। পরে সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ভূঞাপুর সড়কে এলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
আবু নাসের তাঁর বক্তব্যে বলেন, কালিহাতী মাদক-জুয়ার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দলীয় নেতা-কর্মীরাও মামলাসহ নানাভাবে নির্যাতিত হচ্ছেন। তিনি মনোনয়ন পেলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত স্মার্ট কালিহাতী গড়ে তুলবেন।
তবে এই দুই মনোনয়নপ্রত্যাশীর সঙ্গেই দেখা যায়নি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। কোনো সমাবেশেই না যাওয়ার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, ‘ওঁরা দুজন সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী। আমি নিজেও একজন প্রার্থী। তাই তাঁদের সমাবেশে যাইনি। কিছুদিন আগে আমি ও সাধারণ সম্পাদক জোকারচর এলাকায় সমাবেশ করেছি। কয়েক দিনের মধ্যেই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল-অবরোধবিরোধী সমাবেশ করা হবে।’