সিলেটে মাজারের পাশের রাস্তায় কাঁদছিল নবজাতক, উদ্ধার করলেন শিক্ষিকা
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাজারসংলগ্ন রাস্তার পাশে কাঁদছিল এক নবজাতক শিশু। শিশুটি কাপড়ে মোড়ানো ছিল। পরে শিশুটিকে উদ্ধার করেছেন ফেঞ্চুগঞ্জের এক শিক্ষিকা। নবজাতককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামে মাজারের পাশ থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিলাছড়ার এক স্কুলশিক্ষিকা নিজঘিলাছড়া গ্রাম দিয়ে যাওয়ার সময় মাজারের রাস্তায় এক শিশুর কান্নার শব্দ শুনতে পান। এ সময় এগিয়ে গেলে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকে দেখতে পান। খোঁজ নিয়েও শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি মেয়েশিশু। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সমাজসেবা অধিদপ্তর ও উদ্ধারকারী শিক্ষিকার কাছে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে। বয়স এক-দুই দিন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, নবজাতক শিশুকে কে বা কারা ফেলে গেছেন সেটা জানা যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন, উদ্ধার হওয়া শিশুটি উদ্ধারকারীর জিম্মায় রাখা হয়েছে। খাওয়ার জন্য আলাদা দুধ কিনে দেওয়া হয়েছে। দু–এক দিন রাখার পর কেউ শিশুটির অভিভাবক দাবি করলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবক পাওয়া না গেলে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিঃসন্তান কোনো দম্পতি শিশুটি লালন-পালনের ভার নিতে চাইলে তাঁদের দত্তক দেওয়া হবে।