আখাউড়ায় তাহেরীর ভক্তের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর ভক্তের হামলায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া। শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাবুল মিয়া নামের এক উপপরিদর্শকের (এসআই) মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত বাবুল মিয়া জানান, শুক্রবার বেলা তিন থেকে সাড়ে তিনটার দিকে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলে বয়ান করছিলেন ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। ফেরার পথে মাহফিলের এক ভক্ত তাঁদের ওপর হামলা করেন। এতে তাঁর মাথায় তিনটি সেলাই লেগেছে ও বাঁ হাতের একটি আঙুল ভেঙেছে। মাহফিলে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

তবে গিয়াস উদ্দিন তাহেরী উসকানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মাহফিলের মঞ্চে পুলিশ এসে মাহফিল শেষ করতে বললে তিনি সাত মিনিট পর মাহফিল শেষ করে দেন। মঞ্চে বা মাহফিলস্থলে কোনো সমস্যা হয়নি। বাইরে পুলিশের ওপর হামলা হয়েছে কি না, তাঁর জানা নেই। পুলিশ ও প্রশাসনকে মাহফিলের বিষয়ে বলা হয়েছিল বলে আয়োজকেরা জানিয়েছেন।

এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, মাহফিলের অনুমতি ছিল না। বিষয়টি তাঁদের জানিয়ে পুলিশ চলে আসছিল। এর মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাত পায়।