মৌলভীবাজারে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে থানা থেকে পালান তরুণ, পরে আটক
মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক তরুণ এক পুলিশ সদস্যকে ধাক্কা মেরে থানা থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগি থেকে তাঁকে আটক করা হয়। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম নয়ন (২৫)। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায়। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌর শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আটক নয়ন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা জানান। ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা কনস্টেবল সবিতা পাশী দরজা খুলে দিলে নয়ন তাঁকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যান। এরপর নয়নকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া জংশন রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগির ভেতরে তাঁকে পাওয়া যায়। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান। তিনি আজ শনিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় পাঁচটি মামলা আছে। এর মধ্যে তিনটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকালের ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থানা থেকে আটক তরুণের পালানোর ঘটনায় পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকা দরকার ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে।