লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার সাতপাটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিম নগর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক রেজাউল করিম (৫০) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জমিদার বাড়ি গ্রামের বাসিন্দা নবিউল ইসলাম (৩১)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন।
দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন লালমনিরহাট শহরের হাটখোলা গ্রামের বাদশা আলম (২৮), কুড়িগ্রামের মণ্ডলপাড়ার আলিয়ার হোসেন (২৫) ও তাঁর শিশুকন্যা রাইশা (৩)। তাঁদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে লালমনিরহাট শহর থেকে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার দিয়ে বড়বাড়ি হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। অটোরিকশাটি উপজেলার সাতপাটকি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।
এলাকাবাসী জানান, দুর্ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন দ্রুত এগিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সদর থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।