সচ্ছল পরিবার নিঃস্ব, তবুও এগিয়ে যাচ্ছে অদম্য মেধাবী শানু
একসময় বেশ সচ্ছল ছিল শানু খাতুনদের পরিবার। কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর দফার দফায় অস্ত্রোপচারের টাকা জোগাতে জোগাতে এখন অনেকটাই নিঃস্ব তারা। সাংসারিক টানাপোড়েনের মধ্যেও শানু পড়ালেখা চালিয়ে যায়। যার ফল সে পেয়েছে দারুণভাবে। এবারের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চরপাড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে শানু খাতুন।
শানুদের বাড়ি উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলি সাবলা গ্রামে। তাঁর বাবার নাম মো. ছানোয়ার হোসেন আর মাতা মোছা. সেলিনা বেগম। তারা চার ভাইবোন সবাই পড়ালেখা করছে।
শানু খাতুন প্রথম আলোকে বলে, ‘বাবার হঠাৎ অসুস্থতায় সংসারে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত বাবার তিনবার অপারেশন করতে হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে আমাদের বেশির ভাগ জমি বিক্রি করতে হয়েছে। এখন ভাইবোনদের পড়ালেখার খরচ আর সংসার চালাতেই হিমশিম অবস্থা। এর মধ্যে আমার পড়ালেখার খরচ কীভাবে চলবে, এই চিন্তায় বাসার সবাই অস্থির।’
শানু খাতুনের মা সেলিনা বেগম বলেন, মেয়েটির পড়ালেখা করার খুব আগ্রহ। একটু সহায়তা পেলে তাঁর মেয়ে অনেক ভালো করতে পারবে।
চরপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আল আমিন বলেন, স্কুলে শানু খাতুনকে নানাভাবে সহায়তা করা হয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়সহ পরবর্তী সময় পড়ালেখার জন্য শানুকে সহায়তা করা প্রয়োজন।