এক দিন পরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালফাইল ছবি

এক দিনের ব্যবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্য দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজে বর্তমান পরিচালক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবারই পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অভিযোগ পেলে হাসপাতালটির তৎকালীন পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ ৪ কর্মকর্তাকে ১২ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে রংপুরের নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। তাই নতুন পরিচালক নিয়োগের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে জেলার সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাশ্বত ভট্টাচার্য জানান, হাসপাতালের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে মানুষ দীর্ঘদিন থেকে কথা বলে আসছে, কিন্তু কোনো পরিবর্তন দৃশ্যমান হয়নি। এখন সেনাবাহিনী থেকে পরিচালক আসায় মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছে।