পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে সাইকেল মেরামতের দোকানে ঢুকে গেছে। বুধবার বেলা সোয়া একটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া মোড়েছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে সাইকেল মেরামতের দোকানে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলে ওই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দোকানে থাকা সাইকেল মেকানিক। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে উপজেলার দরগাপাড়া মোড়ে জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আফতাব হোসেন (৬৫)। তিনি পাঁচবিবি উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা। আহত সাইকেল মেকানিকের নাম দুলু মিয়া (৪৮)। তাঁর বাড়ি একই উপজেলার দরগাপাড়া গ্রামে। এ ঘটনার পর পুলিশ ট্রাকচালককে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পথচারী আফতাব উদ্দিন দরগাপাড়া মোড়ে যাচ্ছিলেন। জয়পুরহাটের দিক থেকে আসা একটি খালি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২৭৫৫) দরগাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আফতাব উদ্দিনকে চাপা দিয়ে সড়কের পাশে সাইকেল মেকানিক দুলু মিয়ার দোকানে ঢুকে পড়ে। ট্রাকটি দোকানঘরের সামনে থাকা একটি গাছে গিয়ে আটকে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে পথচারী আফতাব উদ্দিনকে মৃত ও দুলু মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় দুলু মিয়াকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, ঘটনাস্থলেই আফতাব হোসেন নামের এক পথচারী মারা গেছেন। এ ঘটনায় সাইকেল মেকানিক আহত হয়েছেন। ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।