২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয়: বঙ্গবীর কাদের সিদ্দিকী

দুই ভাইকে নিয়ে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে আসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার বিকেলে
ছবি: প্রথম আলো

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা নয়। বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানো, ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনোভাবে মেনে নেবে না। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস। বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস। বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়। বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয়।’

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতাকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর দুই ভাই সদ্য সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ সিদ্দিকীসহ শতাধিক দলীয় নেতা-কর্মী ছিলেন।

কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘১৫ আগস্ট (এত দিন) জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে। আমি জানি না এ সরকার কী করবে। কিন্তু আমি চাই জাতীয়ভাবে শোক দিবস পালন করা হোক।’

আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘পঁচাত্তর সালে আওয়ামী লীগের নেতারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল। আজকে আওয়ামী লীগের নেতারা ইঁদুরের গর্তে নয়, বাইতানের (ছোট ইঁদুর) গর্তে লুকিয়েছে। আমি বলব, তোমরা গর্তে লুকিয়ে থেকো না।’ পুলিশদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা থানায় ফিরে যাও। এত বীর সাজছিলা একসময়, অন্যায় হুকুম পালনের জন্য। আজকে ন্যায়ের হুকুম, আইনের হুকুম তোমরা মানবে। আইনের বাইরে তোমরা পা ফেলবে না। তোমাদের কেউ কিছু বলবে না। আইনমতো চললে যদি কেউ তোমাদের কিছু বলে, আমরা তোমাদের পাশে আছি। এ দেশের জনগণ পাশে আছে।’

আরও পড়ুন