৩ দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টা করা না হলে ‘নর্থ বেঙ্গল ব্লকেড’ কর্মসূচি

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দিতে জরুরি সংবাদ সম্মেলন করে সরকারকে সময় বেঁধে দিয়েছে রংপুরের ছাত্র-জনতা। আজ রোববার সন্ধ্যায়ছবি: প্রথম আলো

তিন দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে ‘নর্থ বেঙ্গল ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে রংপুরের ছাত্র-জনতা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্র-জনতার ব্যানারে নগরের একটি কমিউনিটি সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন করে এই হুশিয়ারি দেয় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুতের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়। এরপর আরও কয়েকজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। বর্তমানে ২৩ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চলের কেউ নেই। রংপুর বিভাগের মানুষ এ কারণে মর্মাহত ও সংক্ষুব্ধ।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের শাসনামলে বিগত ১৫ বছর রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়েছে। রংপুরে বিভাগে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রংপুরের কৃষি অর্থনীতি ও তিস্তার মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা হয়নি। এসব কারণে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে।

১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। ১২ ও ১৩ নভেম্বর রংপুরের ছাত্র-জনতার ব্যানারে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর থেকে অন্তত চারজন উপদেষ্টার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এই শিক্ষার্থীরা ছাত্র-জনতার ব্যানারে আজ এই সংবাদ সম্মেলন করেন। তবে আজকের সংবাদ সম্মেলনে কারও নাম উল্লেখ করে উপদেষ্টা করার দাবি করা হয়নি।

আরও পড়ুন

আলমগীর নয়ন সরকারকে সময় বেঁধে দিয়ে বলেন, আগামী তিন দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা দেওয়া না হলে ‘নর্থ বেঙ্গল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচির আওতায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একযোগে বিভিন্ন সড়ক ও মহাসড়ক ব্লকেড করা হবে।

সংবাদ সম্মেলনে রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলী হাসান সাইফ, ইয়াসির আরাফাত, রাকিবুজ্জামান শিশির উপস্থিত ছিলেন। আলমগীর নয়ন প্রথম আলোকে বলেন, তাঁরা কারও নাম উল্লেখ করতে চান না। তবে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা না নেওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।