যশোরে নিজের ঘর থেকে হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলা থেকে এক হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের নিজের বসতঘরে লাশটি পাওয়া যায়।
নিহত হিজড়ার নাম মঙ্গলী ওরফে পলি (৩২)। তিনি মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খালেক গাজীর সন্তান।
পুলিশ জানায়, খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের মোড়লপাড়ায় ১০-১২ বছর আগে জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন। তিনি অন্য হিজড়াদের সঙ্গে দল বেঁধে গ্রামে গ্রামে সদ্যোজাত শিশুর বাড়িতে গিয়ে আশীর্বাদের সূত্রে অর্থ আদায় ও বাজারে গিয়ে দোকান থেকে নগদ অর্থ সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বাড়ি প্রাচীরঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম।
পুলিশ জানায়, মঙ্গলী বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়িতে ফেরেন। এরপর তিনি আর বাইরে বের হননি। শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি নম্বর ৯৯৯–এ কল দেন। এরপর রাত সাড়ে আটটার দিকে মনিরামপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায়। রাত নয়টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, বৃহস্পতিবার রাত আটটার পর থেকে শুক্রবার সন্ধ্যা সাতটার মধ্যে যেকোনো সময় মঙ্গলীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার রাত নয়টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি আরও বলেন, কী কারণে ওই হিজড়াকে হত্যা করা হয়েছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।