চলন্ত অটোরিকশার ত্রিপল কেটে যাত্রীর ব্যাগ চুরি

চুরিপ্রতীকী ছবি

মাকে চিকিৎসক দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন মাহমুদা আক্তার। এ সময় নিজের হাতব্যাগটি রাখেন অটোরিকশায় যাত্রী বসার আসনের পেছনে থাকা মালামাল রাখার স্থানে। কিছুদূর এগোতেই পাশে থাকা আরেকটি অটোরিকশার চালকের ডাক শুনতে পান। ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল—ডাক শুনেই মাহমুদা দেখেন তাঁর পেছনে রাখা হাতব্যাগটি নেই। অটোরিকশার পেছনের ত্রিপল কেটে চুরি করা হয়েছে তাঁর হাতব্যাগটি।

গত বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার সিরাজউদ্দৌলা সড়কে এ ঘটনা ঘটে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়।

মাহমুদা আক্তার দেওয়ান বাজার এলাকার জাজেস কমপ্লেক্সের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ভাই মো. সেলিম রেজা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, নগরের জিইসি এলাকা থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। সিরাজউদ্দৌলা সড়কের এমডিসি কলেজ স্কয়ারের বিপরীতে পৌঁছার পর দেখতে পান চলন্ত অটোরিকশার পেছনের পর্দা (ত্রিপল) কেটে মাহমুদার হাতব্যাগটি চুরি করা হয়েছে। ব্যাগটিতে দুটি মুঠোফোন, তিনটি সোনার কানের দুল ও আট হাজার টাকা ছিল।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, চলন্ত অটোরিকশার ত্রিপল কেটে ব্যাগ চুরির ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।