দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, তরুণ নিহত
নেত্রকোনার বারহাট্টায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে অসীম সরকার (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী রোহান মিয়া (১৪) নামের এক কিশোর আহত হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলা সদরের শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অসীম সরকার বরহাট্টার গরমা গ্রামের সুবল সরকারের ছেলে। আহত রোহান মিয়া আসমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজ শুক্রবার সকালে দুর্ঘটনায় একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে অসীম ও রোহান মোটরসাইকেলে নেত্রকোনার ঠাকুরাকোনা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁদের মোটরসাইকেলটি উপজেলা শহীদ মিনারের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী একটি মালবোঝাই ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। চলন্ত মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অসীম সরকার নিহত হন। রোহান মিয়া গুরুতর আহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। গুরুতর আহত কিশোরকে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওসি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে অসীমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
অটোরিকশার চাপায় শিশু নিহত
এদিকে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. আমান উল্লাহ (৭) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় গুতুরা-বড়খাপন সড়কের বড়খাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ বড়খাপন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আমান উল্লাহ বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় গুতুরা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা বড়খাপন বাজারের দিকে যাচ্ছিল। বড়খাপন এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে আমান উল্লাহকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা ওসি আবুল কালাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।