খুলনা সিটি করপোরেশনের দায়িত্বভার নিলেন বিভাগীয় কমিশনার

খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার বিকেলে
ছবি: সংগৃহীত

খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার বিকেলে নগর ভবনে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে আজ স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চিফ অ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার এম এ মাজেদ, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান, আইটি ম্যানেজার মো. হাসান হাসিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

কেসিসি সূত্র জানায়, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক গত বছরের ১২ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখের বেশি ভোট পেয়ে কেসিসির মেয়র নির্বাচিত হন। এরপর গত বছরের ৩ জুলাই তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন। কিন্তু আইনি বাধ্যবাধকতায় দায়িত্বভার গ্রহণ করতে পারেননি। পরে গত ১১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন। সরকার পতনের পর ৪ ও ৫ আগস্ট তাঁর বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুর করে তছনছ করা হয়। ৪ আগস্ট থেকে তাঁকে আর খুলনায় দেখা যায়নি।