সিরাজগঞ্জে সেতুর নিচে পড়ে ছিল দুই কিশোর–তরুণের লাশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সেতুর নিচ থেকে দুই কিশোর–তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এর আগে ওই এলাকার ভেড়ারদহ সেতুর নিচে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের তোতা মিয়ার ছেলে রিদয় (১৭) ও বদিউজ্জামানের ছেলে মো. রিয়াজ (১৮)। তাঁরা কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহ দুটি ফুলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, ১৭ মার্চ ওই দুই কিশোর–তরুণ নিখোঁজের বিষয়ে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।