দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। নির্বাচন করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। এ কারণে আমরা বিভিন্ন জায়গায় কাউন্সিল করছি। কাউন্সিলের মাধ্যমে সংগঠনগুলোকে শক্তিশালী করছি। একই সঙ্গে আমরা প্রার্থী মনোনীত করে তাঁদের নিয়ে নির্বাচনী এলাকায় যাচ্ছি। তাঁরা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়ার জন্য নেতা–কর্মীদের নির্দেশ দিচ্ছি।’
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধা সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাপার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবদুর রশিদ সরকার, সদস্যসচিব সরওয়ার হোসেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।
আওয়ামী লীগের সঙ্গে জোট হলে ৩০০ আসনে জাপা প্রার্থী দেবে কি না—এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘এখনো সে সম্পর্কে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। নির্বাচনকে সামনে রেখে আমরা যত দিন পর্যন্ত না ঘোষণা দিচ্ছি নির্বাচন বর্জন করছি, তত দিন পর্যন্ত আমাদের প্রচার চলতেই থাকবে। আমরা যদি দেখি নির্বাচন করার মতো অবস্থা আছে, তখন নির্বাচন করব। না হলে পরবর্তী সময়ে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বিষয়ে জি এম কাদের বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা মর্মাহত। আমরা মনে করি, এ জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। সরকারের ব্যর্থতা বলা যায়। লাগামহীনভাবে কাজ করার কারণে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দমন করতে ব্যর্থ হচ্ছে। কোনো কোনো সময় মনে হচ্ছে, তাদের ইচ্ছার অভাব আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দমনে সরকারের যতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার, সরকার সেভাবে করছে বলে আমরা মনে করছি না।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা গাইবান্ধার প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশা আল্লাহ। আমরা মনে করি, একসময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল গাইবান্ধা, এখনো আছে। নির্বাচন সুষ্ঠু হলে পাঁচটি আসনই পুনরুদ্ধার করতে সক্ষম হব।’
পরে জি এম কাদের গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে যোগ দেন। এর আগে তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে গাইবান্ধায় আসেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে আছেন।
দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে বক্তৃতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমরা কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। সবাই জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে।’
প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা ক্ষমতার স্বার্থে লড়াই করব না, জনগণের জন্য লড়াই করে যাব।’ তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের অভাবে উত্তরাঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। যা হয়েছে, এরশাদ সরকারের আমলেই হয়েছে।’