রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে দুজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগী মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে হাসপাতালের ১৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
এই দুজন হলেন সামিনা বেগম (৩৯) ও কামরুল ইসলাম (২৮)। এর মধ্যে সামিনা বেগমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এবং কামরুলের বাড়ি পাবনার সুজানগরে। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল শুক্রবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এ বছরের সেপ্টেম্বর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতকাল শুক্রবার হাসপাতালে ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা শেষ মুহূর্তে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো ছিল না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন, ছাড়পত্র পেয়েছেন ৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩ জন।