টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে জেলফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ের পাদদেশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ রফিক (৩০)। তিনি ১০ দিন আগে কারাগার থেকে জামিনে বের হয়েছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ রফিক টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুরুল ইসলামের ছেলে। পরিবারে তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

রফিকের স্বজন ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকার পাহাড়ের পাদদেশে এক যুবকের মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। রফিকের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। ১০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে বের হন।

রফিকের পরিবার সূত্র জানায়, মাদক মামলায় রফিক কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন। রফিকের সঙ্গে তাঁর স্ত্রী রেহেনা বিবির দাম্পত্য কলহ চলছিল।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।