শিবচরে পার্কিং করা বাসে আগুন, নাশকতা কি না, দেখছে পুলিশ
মাদারীপুরের শিবচরে পার্কিং করা অবস্থায় কলেজের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাসটির বেশির ভাগ অংশ। আজ সোমবার ভোরে শিবচর পৌর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রোববার বিকেলে শিবচরের পৌর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা হয় শরীয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। পরে সেখান থেকে বাড়িতে চলে যান বাসের চালক ও তাঁর সহকারী। ভোররাত চারটার দিকে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, এটি স্বাভাবিক ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হননি।