শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৮০ জনের বিরুদ্ধে বগুড়ার আদালতে আরেকটি হত্যা মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকীকে আসামি করে বগুড়ায় আরেকটি হত্যা মামলা হয়েছে। ২০১৮ সালে শিবগঞ্জ বিএনপির নেতা শাহ আলম সুজাকে হত্যার অভিযোগে মামলাটি হয়েছে।
জেলা আদালতের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন। মামলার আরজিতে শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্যসচিব নাঈমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাংবাদিক-উপস্থাপিকা ফারজানা রুপা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম (জিন্নাহ), তাঁর ছেলে হুসাইন শরীফ, শ্যালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ (বিপুল), রেজ্জাকুল ইসলাম প্রমুখ। আরজিতে মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহাবালা স্কুলমাঠে মহাজোট–সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী সভা হয়। ওই সভা থেকে ফেরার পথে আসামিরা মহাবালা সেতুর কাছে ময়দানহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমকে অপহরণ করেন। ১ থেকে ৯ নম্বর আসামির হুকুমে এবং পরিকল্পনায় তাঁকে গুম করা হয়। পরে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগর উপজেলা থেকে শাহ আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে হত্যা মামলাটি থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কমর উদ্দিন নামের এক রিকশাচালক নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটিতে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ছাড়া শিক্ষক সেলিম হোসেন (৩৫) হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়। এর বাইরে বিস্ফোরক আইন ও হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৪০ জনের বিরুদ্ধে বগুড়া আদালতে আরও একটি মামলা হয়েছে।