শাহজালাল বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রলীগ কর্মীকে হল থেকে নেমে যেতে বললেন নেতারা
কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় থাকায় সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে হল থেকে নেমে যেতে বলেছেন সংগঠনের নেতারা। আজ মঙ্গলবার বেলা সোয়া একটায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী আমিনুল ইসলাম।
বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শাহপরান হলের ২৩২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তবে ছাত্রলীগ নেতাদের নির্দেশে থাকতেন ১১৯ নম্বর কক্ষে। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সমর্থক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
ভুক্তভোগী শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে আমি প্রথম থেকেই সক্রিয়। এ নিয়ে বিভিন্ন সময়ে পোস্টও দিয়েছি। বাবার অসুস্থতার জন্য গত রোববার আমি বাড়িতে চলে এসেছি। কিন্তু গতকাল রাতে আমাকে গ্রুপ থেকে এক সিনিয়র (নাম প্রকাশ না করার শর্তে) কল দিয়ে বলেছেন হল থেকে নেমে যাওয়ার জন্য। আমার কক্ষের জিনিসপত্রও বন্ধুর রুমে রাখা হচ্ছে।’ এ বিষয়ে হলের প্রাধ্যক্ষকে মুঠোফোনে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন তিনি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
এই বিষয়ে শাহপরান হলের প্রাধ্যক্ষ কৌশিক সাহা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখন আমি জরুরি মিটিংয়ে আছি। বিষয়টি আমি পরে খোঁজ নিয়ে দেখব।’