সিংড়ায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা
নাটোরের সিংড়া উপজেলার একটি বিদ্যালয়ের কক্ষে জ্বলন্ত টায়ার ছুড়ে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র।
সিংড়া থানার পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ইটালী ইউনিয়নের পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এরপর আশপাশের লোকজন কক্ষ থেকে জ্বলন্ত টায়ারটি বের করে আগুন নিভিয়ে ফেলেন। এতে বিদ্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ রাতেই বিদ্যালয় পরিদর্শন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, প্রতিবারের মতো এবারও পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র করা হয়েছে। রাতে কে বা কারা একটি জ্বলন্ত টায়ার জানালা দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষের ভেতরে ফেলে দেয়। এর পরপরই তা আশপাশের লোকজন দেখে ফেলায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানান তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা আগুন লাগানোর চেষ্টা করেছিল। তবে তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ছড়াতে পারেনি। বিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
এদিকে সিংড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ১৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদসহ চারজনকে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ঘটনার সময় আটক সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদ, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদির, আলমগীর হোসেনসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।