‘আপনি আমাকে রগে রগে চেনেন, জবাব কিন্তু আমি দেব’
কুষ্টিয়ার খোকসায় শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলীসহ চার নেতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
খোকসা পৌর আওয়ামী লীগের একাংশের আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জেলা আওয়ামী লীগের ওই নেতাদের কঠোর সমালোচনা করেন। বিকেল চারটায় খোকসা বাসস্ট্যান্ডে এই সভা হয়। চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।
বক্তব্যের এক পর্যায়ে সেলিম আলতাফ বলেন, ‘সদর উদ্দিন খানের বাড়ি খোকসাতে, আসগর আলী কুষ্টিয়ায় থাকেন, সঙ্গে জড়ো হয়েছেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান মান্নান খান (কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি) আর জাহিদ হোসেন (জেলা আওয়ামী লীগের সহসভাপতি)। তাঁরা চার দলের জোট। তাঁরা এর আগে পাইলট স্কুল মাঠে সমাবেশ করে অনেক আজেবাজে বক্তব্য দেন। আমরাও পাল্টা সমাবেশ করে জবাব দিয়েছিলাম।’
নেতাদের সমালোচনা করে সংসদ সদস্য বলেন, ‘ওনাদের রাজনীতির বয়স আর আমার বয়স সমান। ওনারা অনেক দিন ধরে দেখেই যাচ্ছেন। আপনাদের চোখ আছে, ওনারা তো কেউ অন্ধ নন। সামনে আরও অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখার বাকি আছে। যদি চোখে ছানি না পড়ে যায়।’
হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা বয়স্ক মুরব্বি মানুষ। আমি কোনো আজেবাজে কথা বলতে চাই না। যদি কথা বলেন সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।’
সংসদ সদস্য বলেন, ‘কিসের রাজনীতি করেন আপনারা? আমরা কি এখানে হাতে চুরি পরে বসে আছি। যদি কোনো হটকারিতা ও উচ্ছৃখলতার মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বিভ্রান্ত করতে চান, তাহলে তার সঠিক জবাব দেওয়ার সবকিছু জানা আছে। সব কথার জবাব একটা একটা করে ফিরিয়ে দেব।’
সেলিম বলেন, ‘কে, কখন, কোথায় গোপনে দিনে–রাতে আমার হাতে–পায়ে ধরেছেন, সব প্রমাণ আমার কাছে আছে। এই কথাগুলোর পুনরাবৃত্তি করতে চাই না।’
সদর খানকে ‘মিস্টার সদর খান’ সম্বোধন করে সেলিম আলতাফ বলেন, ‘মিস্টার সদর খান, আপনি যদি এই কুমারখালী খোকসায় কোনো রকম বিভ্রান্তি এবং ঐক্যের ভাঙন ধরানোর জন্য আপনার নোংরামি চিন্তার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেন, আপনি আমাকে রগে রগে চেনেন, প্রতিটার জবাব কিন্তু আমি দেব। সেই জবাব গ্রহণ করার মতো পরিস্থিতি আপনার নেই। আপনি খুব ভালোমতেই জানেন এবং যাঁদের নিয়ে নাটক করা হচ্ছে, সব নাটকের যবনিকাপাত করা হবে।’
এ সময় সমাবেশ মঞ্চে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আকতার, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
গত সোমবার খোকসার বিলজানি বাজারে স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আসগর আলী, জাহিদ হোসেন ও মান্নান খান। সেখানে স্থানীয় সংসদ সদস্যের নাম উল্লেখ না করে কয়েকজন নেতা সমালোচনা করে বক্তব্য দেন। তারই পাল্টা জবাবে সংসদ সদস্য অনুসারীরা এই আয়োজন করেন।