পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ, পতাকা বৈঠকের আহ্বান বিজিবির
পঞ্চগড় সীমান্ত থেকে মো. ওয়াশিম (১৭) নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তে ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক কিশোর মো. ওয়াশিম অমরখানা ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। খবর পেয়ে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিকেলে ওয়াশিমসহ স্থানীয় কয়েক কিশোর সেনপাড়া সীমান্তের ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকায় যায়। এ সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাদের ধাওয়া করেন। অন্যরা দৌড়ে চলে আসতে পারলেও ওয়াশিমকে ধরে নিয়ে যান তাঁরা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সীমান্ত থেকে ওই কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফ আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেবে বলে জানা গেছে। তাকে ফেরত আনতে চেষ্টা অব্যাহত আছে। ফেরত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।