দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর শহরের প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শুক্রবার বিকেলে রংপুর শহরের প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা বলেন, ‘দেশের সর্বোচ্চ দুটি বিদ্যাপীঠে এমন নৃশংসতা পুরো জাতিকে কলঙ্কিত করেছে। ছাত্র–অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানামুখী প্রচেষ্টা চালানো হচ্ছে। আর যেন একজন মানুষও প্রতিহিংসার শিকার না হয়। সবার মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিচারবহির্ভূত হত্যা, মব জাস্টিস বন্ধ করতে হবে। আইনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আইনের মাধ্যমেই সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই বাংলায় আর একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না।’ আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য শিক্ষার্থীসহ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাওয়াক্কীল বিল্লাহ বলেন, ‘ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রসমাজ যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। যাঁরা এই মব জাস্টিসের সঙ্গে যুক্ত, তাঁরা দেশের শত্রু। এসব ঘটনায় দোষী যে–ই হোক, সঠিক তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনতে হবে।’