আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত, ইসকন নিষিদ্ধের দাবি

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কাউতলী এলাকায়ছবি: প্রথম আলো

চট্টগ্রামে আদালতের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এসব কর্মসূচি থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।

আইনজীবী হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ হয়েছে। সংগঠনের নেতা–কর্মীরা আজ দুপুরে জেলা শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ উপস্থিত ছিলেন। মিছিলটি জেলা শহরের ঘোড়াপট্টি সেতু, টিএ রোড, কালীবাড়ি মোড়, মৌড়াইল, ফারুকী পার্ক রোড, স্টেডিয়াম মার্কেটসহ প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেন। কর্মসূচির ব্যানারে ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানানো হয়।

সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, ‘আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যা করা হয়। এই বাংলার মাটিতে প্রকাশ্যে ওই ঘটনার বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাতে হবে।’

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল
ছবি: প্রথম আলো

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে দুপুর ১২টার দিকে ‘নেত্রকোনা তৌহিদী জনতা এবং খেলাফত আন্দোলনের’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এর আগে শহরের বড়বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত ছাত্র আন্দোলন সদর উপজেলার সভাপতি হাফেজ সাকিবুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ বিন ইয়ামিনের সঞ্চালনায় বক্তব্য দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী আবদুর রহিম, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরীয়া চৌধুরী হেলিম, জেলা হেফাজত নেতা মুফতি আবদুল বারী, মুফতি হাবিবুল্লাহ খান, মুফতি মাসুদ পাঠান, মাওলানা মোস্তফা জিহাদী, হাফেজ মো. তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসাইন প্রমুখ।

আরও পড়ুন

পঞ্চগড়ে জেলা ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ইমান আকিদা রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আ ন ম আবদুল করিম, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, দপ্তর সম্পাদক নুর আলম, প্রচার সম্পাদক লিয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন।

পঞ্চগড়ে জেলা ইমান আকিদা রক্ষা কমিটির মিছিল
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিকেল চারটায় ওলামা মাশায়েখ পরিষদের বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবদুল হাকিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল সাড়ে চারটায় ঢাকা মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখ পরিষদের বিরামপুর উপজেলার শাখার সভাপতি আমিরুল ইসলাম। এতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি আবদুল হাকিম, বিরামপুর কাসিমুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক নাসিম আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরামপুর উপজেলার প্রতিনিধি ফাহিম সরকার, স্থানীয় জামে মসজিদের খতিব দেলোয়ার হোসেন, আনিছুর রহমান, আবু সুফিয়ান, শাখাওয়াত হোসেন, আবু হুরাইরা প্রমুখ।

আরও পড়ুন

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা আড়াইটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা উপজেলা শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এর আগে বেলা দুইটার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে হাফেজ কল্যাণ সংস্থা। সমাবেশে বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আবদুল করিম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা। এ উপলক্ষে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে দিয়ে গাবতলা মোড় হয়ে আবারও কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে পথসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আবদুর রাহিম, সদস্যসচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, সংগঠক ওয়াহিদুজ্জামান প্রমুখ। বক্তারা আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর তীব্র সমালোচনা করেন।

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার নিশ্চিত এবং সারা দেশে সাম্প্রদায়িক উসকানি, উন্মাদনা ও হামলা রুখে দেওয়ার দাবিতে বরিশালে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ দুপুরে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য শহিদুল হাওলাদার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার।

জোটের নেতারা বলেন, আদালত হলো বিচার পাওয়ার জায়গা। সেখানেই যদি একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়, তা দেশের মানুষের জন্য আশঙ্কার বিষয়। আবার দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে, সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার অপচেষ্টা করছে। এমন অবস্থায় বর্তমান সরকারকে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
এর আগে একই স্থানে বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধে দাবিতে মানববন্ধন করে।

আরও পড়ুন

নড়াইল শহরের আদালত সড়কে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বেলা ১১টার দিকে মানববন্ধন হয়েছে। সংগঠনের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক পিপি (সরকারি কৌঁসুলি) ইকবাল হোসেন শিকদার, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান, যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ বাগচী, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন প্রমুখ।

পটুয়াখালীর বাউফলের ছাত্র–জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে বাউফল পাবলিক মাঠের মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মো. রুহুল আমিন, মো. নাঈম, উপজেলা ভূমি অফিস আল মদিনা জামে মসজিদের ইমাম মো. আল আমিন প্রমুখ। বক্তারা বলেন, সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করতে হবে। আর ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

মানিকগঞ্জে সর্বস্তরের তৌহিদী জনতার’ বিক্ষোভ মিছিল
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে ‘সর্বস্তরের তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদের সামনে থেকে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশের আয়োজন করা হয়।

জেলা শহরের দুধবাজার জামে মসজিদের ইমাম ও খতিব আবদুল্লাহ আল ফিরোজ, খেলাফত মজলিস জেলা শাখার প্রচার সম্পাদক ওমর ফারুক, সদস্য রমজান মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ মাহবুব প্রমুখ বক্তব্য দেন।

চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও উন্মাদনা-উসকানি রুখে দাঁড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জের সমন্বয়ক হাফিজুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম প্রমুখ।

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
ছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জে ছাত্র-জনতা ব্যানারে লায়ন শপার্স বিপণিবিতান এলাকা থেকে দুপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে পৃথক তিনটি মামলা করে। এসব মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে হত্যার অভিযোগে গ্রেপ্তার আটজন রয়েছেন। পুলিশ বলছে, কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদকপ্রতিনিধিরা]

আরও পড়ুন