ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জসিম মিয়া (২২) নামের এক তরুণকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আশ্রাফবাদ মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জসিম মিয়া উপজেলার আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে। জসিমের দুই বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। কয়েক দিন পর তাঁর বিদেশে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসার মাঠে আশ্রাফবাদ গ্রামের জসিম, ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে জসিমের সঙ্গে ইমনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইমন মিয়া তাঁর হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাতাড়ি পেটান। এ সময় জসিম মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রহমতউল্লাহ পাভেল প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়।
নিহত জসিমের ভাই মোহাম্মদ আলী বলেন, ‘ক্রিকেট খেলার সময় হঠাৎ ইমন আমার ভাইকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে শুরু করে। গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘটনার পর অভিযুক্ত ইমন মিয়া এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে তাঁর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম প্রথম আলোকে বলেন, খেলার শেষ পর্যায়ে মাঠে গিয়েছিলেন জসিম। তখন ইমনকে খেলার কথা জানান তিনি। কিন্তু খেলা শেষের দিকে থাকায় তাঁকে নেওয়া যাবে না বলে জানান ইমন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটান ইমন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। ইমনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।