মাকে বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে...
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মাসুদ রানা (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মাসুদ রানা ওই এলাকার আবদুল খালেকের ছেলে। সে স্থানীয় ধামোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।
শিশুটির পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে ধামোর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পসিরুল ইসলাম মুঠোফোনে বলেন, মাসুদ রানা সাঁতার জানত না। দুপুরে স্কুল থেকে বাড়িতে ফেরার পর বৃষ্টি আসে। তখন সে মাঠে বেঁধে রাখা ছাগল বাড়িতে নিয়ে আসে। এরপর মাকে বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় মাসুদ।
এরপর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও মাসুদ বাড়িতে না ফেরায় প্রতিবেশীদের নিয়ে মা পারুল আক্তার খোঁজাখুঁজি শুরু করেন। এরপর লোকজন পুকুরে নামে। একপর্যায়ে শিশুটিকে পানির নিচে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, ‘শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।