ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণের আংশিক কমিটি গঠন
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পাভেল মোল্লাকে সভাপতি ও শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ওই আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
আজ বুধবার সন্ধ্যায় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
ঢাকা জেলা দক্ষিণের আংশিক ওই কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে জ্যেষ্ঠ সহসভাপতি, মো. হাসিব হোসেনকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পাভেল মোল্লা কেরানীগঞ্জ এবং শফিকুল ইসলাম নিরব নবাবগঞ্জ উপজেলা থেকে উঠে আসা ছাত্রনেতা।
নতুন কমিটি গঠনের ঘোষণা আসার পর ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল জনকল্যাণে কাজ করবে। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।